ঘাটাইলে হাতের সাথে ওঠে আসে সড়কের কার্পেটিং

নিজস্ব প্রতিনিধিঃ খানা-খন্দে ভরা সড়ক সংস্কারের কাজ হচ্ছে। এলাকাবাসির দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। তাই উৎসুক মানুষগুলো দাঁড়িয়ে থেকে দেখছিলেন নির্মাণ কাজ। উৎফুল্ল আর আনন্দের মধ্যেও তাদের অভিযোগ ছিল কাজ ভালো হচ্ছে না। তাই পরখ করার জন্য বীরচারি মোড় নামক স্থানে স্থানীয়রা পিচঢালা কার্পেটিং হাত দিয়ে ধরে টান দেন। এতেই হাতের সঙ্গে ভাজে ভাজে উঠে আসে পিচঢালা সড়কের কার্পেটিং। আর রাস্তার সেই নির্মাণ কাজকে এ যাবতকালের সেরা মানসম্পন্ন কাজ বলে জানালেন উপজেলা প্রকৌশলী। নিম্নমানের এমন কাজের এলাকাবাসি প্রতিবাদ করলে শিকার হতে হয়েছে মারধরের। ব্রাহ্মণশাষন থেকে সাধুটি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটির অবস্থান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়।

উপজেলার এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ব্রাহ্মণশাষন থেকে সাধুটি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পুনঃসংস্কারের কাজ করছে মেসার্স ফ্রেন্ডস এন্টারপ্রাইজ। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৮১ লাখ টাকা। শুরু থেকেই কাজের অনিয়ম বিষয়ে অভিযোগ ছিল এলাবাসির। বিদ্ধিবালা গ্রামের বাবলু মিয়া বলেন, সিডিউলে যা আছে সেই অনুযায়ি কাজ করতে বলায় ঠিকাদোরের লোক দ্বারা তিনি মারধর শিকার হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করার ফলে একবার কাজ বন্ধ করা হয়েছিল। ইঞ্জিনিয়ার অফিস থেকে লোক আসার পর কার্পেটিংয়ের কাজ শুরু করার কথা থাকলেও, অধিকাংশ কাজ করা হয়েছে ভোরবেলায়, তাদের অনুপস্থিতিতে। অন্য আরেকজন জানান, হাত দিয়ে যে কার্পেটিং তোলা হয়েছে তা নির্মাণের দুইদিন পর। বিটুমিন খুব কম ব্যবহার করা হয়েছে। বিটুমিনের সঙ্গে পাথর ভালোভাবে মেশানোও হয়নি।
এ বিষয়ে ঠিকাদার কার্তিক চন্দ্র কর্মকার বলেন, সিডিউল অনুযায়ি কাজ করা হয়েছে। রাস্তা করার পর বিটুমিন ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে ৬ দিন সময় দিতে হয়, তা না হলে উঠে যাবে।
উপজেলা প্রকৌশলী ওয়ালিয়ার রহমান বলেন, ওই রাস্তার মত এতো ভালো কাজ ঘাটাইলে এ পর্যন্ত হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতের টানে কখনো কার্পেটিং উঠতে পারে না, তবে বিটুমিন গরম অবস্থায় ধরে টান দিলে তো উঠবেই। বিটুমিন ঠান্ডা হওয়ার জন্য নূন্যতম ৫ ঘণ্টা সময় দিতে হবে। তিনি আরও জানান এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষও এ কাজে সন্তুষ্ট।
ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু বলেন, সড়কটি পরিদর্শন করে মনে হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হয়েছে। বিটুমিনের মাত্রাও কম দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap