নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৮টি ড্রেজার মেশিন ধ্বংস ও প্রায় তিন কিলোমিটার এলাকায় বালু পরিবহনের পাইপলাইন বিনষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন। সেই সাথে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
(২ মার্চ) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার পাথাইলকান্দি ও বাঁশী এলাকার এলেংজানী নদী এবং পৌলী নদীতে অবৈধ বালু উত্তোলনের জন্য দায়ী ড্রেজার মেশিন ও পাইপলাইন উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন।
এসময় তিনি ১৮টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত ও প্রায় তিন কিলোমিটার বালু পরিবহনের পাইপলাইন তাৎক্ষণিক বিনষ্ট করে বালু উত্তোলনের সাথে জড়িত ৪ জন শ্রমিককে আটক করে তিন দিন করে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার নিজামুল হুসেইন এর সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।এ সময় তিনি বলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি নির্দেশে আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো।
Leave a Reply