নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গােপালপুরে ইয়াবাসহ রাসেল মিয়া নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )।
রাসেল উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২ মার্চ) সন্ধ্যায় দিকে ঝাওয়াইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (উত্তর) হেলাল উদ্দীন ও গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাবিবুর রহমান হবি জানান, ‘সন্ধ্যার দিকে ডিবি পুলিশের সদস্যদের সাথে রাসেলের ধস্তাধস্তি হয়।
এসময় ডিবির অপর সদস্য তার মোবাইলে ফোনে সে দৃশ্য ধারণ করে। পরে ডিবির সদস্যরা জানায় ছাত্রলীগ নেতা রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে’।
ডিবির ওসি হেলাল উদ্দীন জানান, ‘ডিসির এসআই মিজানুরের নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এসময় তার কাছ থেকে ২১০পিচ ইয়াবা পাওয়া যায়। তাকে গোপালপুর থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply