সিনেমার মহরতে একসঙ্গে উপস্থিত কাঞ্চন-জায়েদ

বিনোদন প্রতিনিধিঃ এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘ট্র্যাপ’ সিনেমার মহরত। এ সময় শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক জায়েদ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শুভ কামনা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমি বলে আসছি- সিনেমার উন্নয়ন কাজে থাকবো। সিনেমার শুরু এবং মুক্তির সময় প্রাচরণায় অংশ নেব। তারই ধারাবাহিকতায় ব্যস্ততা থাকা সত্ত্বেও জায়েদ খানকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস-জয় চৌধুরীর নতুন এই সিনেমার মহরত অনুষ্ঠানে হাজির হয়েছি।’

ইলিয়াস কাঞ্চন সিনেমার সাফল্য কামনা করেন।

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার সায়েন্স ফিকশন ধাঁচের গল্পের সিনেমায় অভিনয় করছি। গল্পটিতে দারুণ মেসেজ রয়েছে। এই সময়ে হ্যাকিং-এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন অনেকেই। গল্পে এটিই উঠে আসবে। আশাকরি, দর্শকদের গল্পটি পছন্দ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap