নিজস্ব প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণে সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নিতে হবে না। তবে, ভবন নির্মাণের বিষয়টি সিটি কর্পোরেশনকে জানাতে হবে। সিটি কর্পোরেশনকে না জানিয়ে কোনো ভবন নির্মাণ নয়।’
বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে সারাদেশে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য ২০২২ সালের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আরও বলেন, ‘কাগজে দেখানো হয়েছে একটা জায়গায় এই বিল্ডিং নির্মাণ করা হবে। এখন ওই বিল্ডিংটি ওই জায়গায় নির্মাণ করা হচ্ছে কিনা, ওই ভবনটির যে প্ল্যান আছে, সে প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা, তা যদি কেউ দেখাশোনা না করে তাহলে কি শহর বসবাসের উপযোগী থাকবে? এজন্যই মূলত ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে।’
Leave a Reply