পশ্চিমারা পরমাণু যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমারা পরমাণু যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার অনলাইনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা স্পষ্ট যে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল পরমাণু যুদ্ধ হতে পারে। আমি দেখাতে চাই যে, পশ্চিমা রাজনীতিবিদদের মাথায় পারমাণবিক যুদ্ধ ঘুরপাক খাচ্ছে, রাশিয়ানদের মাথায় নয়। আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, ভারসাম্য ছুড়ে ফেলার কোনো প্ররোচনা আমরা বরদাশত করব না।’

ল্যাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

প্রসঙ্গত, রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে অনেক পশ্চিমা কূটনৈতিক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap