ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চাল, ডাল, তেল’সহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিশিল ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। আজ শনিবার (৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মস‚চীর অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা কলেজ রোড থেকে সমাবেশ বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম , পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম প্রমুখ।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন বলেন, পুলিশের বাধার কারনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় সমাবেশে বক্তারা সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনা, সরকারের পদত্যাগ ও খাজেদা জিয়ার মুক্তির দাবী জানান। এ সময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply