নিজস্ব প্রতিনিধিঃ মাদরাসায় পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থীদের পড়ালেখায় মান-উন্নয়নে শিক্ষকরা সর্বদা আপ্রাণ চেষ্টা করেন। তারা খুব যত্নসহকারে শিশুদের কোরআন শিক্ষা থেকে শুরু যেকোন বিষয়েই মনোযোগী করেন তোলে। তাই বলে শুধু শিক্ষকদের উপর আত্মনির্ভরশীল হলে চলবে না। তাদের পাশাপাশি সবচেয়ে বেশি শিশুদের প্রতি ভূমিকা রাখতে হবে অভিভাবকদের। যা প্রতিটি অভিভাবক ও মায়েদের কর্তব্য।
শনিবার (৫ মার্চ) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাদারিয় ইমান আলী বাইতুল কুরআন বালক-বালিকা মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা আয়োজিত ছাত্র-ছাত্রী, মাদরাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর বিনিময় অভিভাবক সমাবেশ মাদরাসার পরিচালক শেখ মাহদী হাসান শিবলী এসব কথা বলেন।
পরিচালক শিবলী বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে মাদরাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকদের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে।
অভিভাবক সমাবেশে ইমান আলী বাইতুল কুরআন মাদরাসার সভাপতি এডভোকেট মোনাফ আলী মুন্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দিদারুল আলম খান মাহবুব, অর্জুনা মহসিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম মিয়া, ইউপি সদস্য, মেহেদী হাসান বিপ্লব ও খাইরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply