মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :

ভূঞাপুরে চাচার মৃত্যু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কয়েক ঘন্টা পর ভাতিজার মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জন্মগ্রহণ করলে মৃত্যু হবেই। তবে অপ্রত্যাশিত ও অকাল মৃত্যু কেউই কামনা করে না। টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী গ্রামে ১০ ঘন্টার ব্যবধানে এমন মৃত্যু হয়েছে চাচা-ভাতিজার।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টার সময় চাচা হাজী আবুল হোসেন (৮০) এর ভাতিজা হারুন খন্দকার তার ফেসবুক ওয়াল থেকে মৃত্যুর সংবাদ নিয়ে স্ট্যাটাস দেন। বাদ যোহর চাচার জানাযা শেষে গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

রাত ৮ টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান হারুন। পরে আশেপাশের প্রতিবেশিরা উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হারুন (৫০) গোবিন্দাসী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে সন্তান রেখে যান। তিনি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ছিলেন।

এক দিনে চাচা-ভাতিজার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বইছে।

শনিবার সকাল ১১ টায় জানাযা শেষে গোবিন্দাসী কেন্দ্রীয় কবরস্থানে হারুন খন্দকারকে দাফন করা হয়।

হারুন খন্দকারের বড় ভাই হাকিম খন্দকার জানান, বার্ধক্যজনিত কারনে সকালে চাচার মৃত্যু হয়। রাত ৯ টায় ছোট ভাই হারুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

হারুন খন্দকার ও চাচা আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার।

তিনি জানান, হারুন আমার খুব কাছের বন্ধু ছিল। সে ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102