মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :

ঘাটাইলে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা সাদৃশ্য লোহার বস্তু ‍উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য গর্ত খনন করার সময় একটি অবিস্ফোরিত মর্টারের গোলা সাদৃশ্য লোহার বস্তুর সন্ধান পাওয়া গেছে।

আজ রবিবার ২১ জানুয়ারি সকাল ১০টার সময় ঘাটাইল পৌরসভাস্থ থানা বাউন্ডারির বাইরে পূর্ব ও দক্ষিণ পাশে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের জন্য গর্ত খননের সময় অবিস্ফোরিত মর্টার গোলা সাদৃশ্য জীর্ণ লোহার বস্তুটির সন্ধান পাওয়া যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সজল খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ গোলা সাদৃশ্য লোহার বস্তুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল পৌর এলাকায় থানা বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিণ পাশে পল্লী বিদ্যুতের কর্মীরা খুঁটি স্থাপনের জন্য গর্ত করে। সে সময় মর্টারের গোলা আকৃতির একটি লোহার বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লোহার বস্তুটি নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়রা বলছেন, লোহার বস্তুটি মর্টারের গোলা হলে সেটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সজল খান জানান, প্রাথমিকভাবে লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টারের গোলা বলে ধারনা করা হচ্ছে। বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি ঘাটাইল সেনানিবাসের বিশেষজ্ঞ ইউনিটকে অবহিত করা হয়েছে। আরও পরীক্ষা নিরীক্ষা করা হলে গোলাআকৃতির বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102