নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ।আর পূর্ণাঙ্গ এ কমিটিতে নিজেদের দক্ষতা মেধা ও মনন কাজে লাগিয়ে নেতৃত্বে এসেছেন টাঙ্গাইলের সহদোর দুই ভাই।
সোমবার(১৯ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি এ কমিটিতে ২৫১ জন স্থান পেয়েছেন।কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন আলভী খান এবং সামি আজমাইন খান অমিও সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহোদর দুই ভাইয়ের মধ্যে আলভী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগে অধ্যায়ণরত।সে ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম উদ্দিন হল শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।
অপরদিকে সামি আজমাইন খানের ছাত্ররাজনীতির হাতেখড়ি ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে।এর আগে সে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে ছাত্রলীগের কর্মী হিসেবে পদচারণা হয় তার।নিজের দক্ষতা ও সংগঠনের প্রতি দায়িত্ববোধের প্রমান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।সক্রিয় রাজনীতির অর্জন হিসেবে ঢাবি ছাত্রলীগের সহ-সম্পাদক পদে আদিষ্ট হন ছাত্রলীগের এই সক্রিয় কর্মী।
এ বিষয়ে নব নির্বাচিত ছাত্রলীগ নেতা সামি আজমাইন জানান,নেতৃত্ব কোনও টাইটেল বা পদ নয়, নেতৃত্ব হল একজন মানুষের অন্যদের প্রভাবিত ও অনুপ্রাণিত করার ক্ষমতা।আমি ছাত্রলীগের নেতা হয়ে নয় কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থীদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করবো।