মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

টাঙ্গাইলে শ্রমিক নেতা মোহাম্মদ আলী মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা  অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক সহযোদ্ধা সাবেক বিএনপি নেতা ও বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মদ আলী মিয়ার ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে শহরের নিরালা মোড় সাধারন গ্রন্থাগার মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোহাম্মদ আলী স্মৃতি সংসদের সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মহন। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, দেশ বন্ধু হাসপাতালের চেয়ারম্যান আলহাজ¦ ছাইদুল হক ছাদু, পৌর সভার সাবেক প্যানেল চেয়ারম্যান মমিনুল হক নিক্সন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক।

উল্লেখ্য, মোহাম্মদ আলী ১৯৯৯ সালের ২২ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলীর রাজনৈতিক জিবন শুরু করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মী হিসেবে। তৎকালীন সময়ে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ছিলেন তিনি। বিএনপি প্রতিষ্ঠার সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকাও পালন করেন মোহাম্মদ আলী। সে সময় জেলা বিএনপির অন্যতম সহসভাপতি ছিলেন এবং দীর্ঘ ৩৫ বছর সে থানা বিএনপির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন প্রতিষ্ঠার সাথেও কাজ করেছেন তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102