বিগত সময়ের নির্বাচনের তুলনায় এবার নির্বাচনের সার্বিক চিত্র দেখতে অনেকটা কঠোর হবে বলে মনে করছেন স্থানীয়রা। এর’ই ধারাবাহিকতায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারনা। শেষ পর্যন্ত ভোটারদের খুশি করে সমর্থন ধরে রাখতে চা-পান সহ নানা ফরমায়েশ পূরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।সময় যতো’ই ঘনিয়ে আসছে ভোট প্রার্থীরা ততই তাদের ভোটের হিসাব নিকাশ ও পর্যালোচনায় মেতে উঠছেন।
বিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক বানিজ্যিক দোকান নিয়ে রয়েছে মোহনপুর মার্কেট নামে একটি সুবিশাল মার্কেট। ভৌগোলিক দিক থেকে সম্পদশালী এবং আয় বর্ধক বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশ লেখা পড়া সহ ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে শিক্ষার্থীর অভিভাবকরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় লিপ্ত হয়েছেন।
ম্যানেজিং কমিটির পৃখক ৪ সদস্য পদের বিপরীতে মোট ৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। স্ব- স্ব অবস্থান থেকে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীই স্ব- স্ব পদের বিজয় সুনিশ্চিত করতে মরিয়া হয়ে তাদের সমর্থকদের সাথে নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলে ধারে ধারে তারা ভোট প্রার্থনা করছে।
যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, ব্যালট নং সহ যথাক্রমে, আমান আলী (১), খালেক খান (২), মিন্টু চন্দ্র সরকার (৩), মনিরুল ইসলাম (৪), মারুফ হাসান (৫), রবিউল হাসান (৬)।
প্রকাশ থাকে যে, অত্র নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭৩ জন। প্রত্যেক ভোটার মোট চার জন প্রার্থীকে ১ টি করে ভোট প্রদান করতে পারবে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ বুধবার চলবে সকাল ১০ ঘটিকা হইতে অপরাহ্ন ০৪ ঘটিকা পর্যন্ত।