নিজস্ব প্রতিনিধিঃ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫ বছরে পদার্পণ উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিাবর সকালে টাঙ্গাইল প্রেসক্লাববঙ্গবন্ধু অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ প্রতিদিন টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। বক্তারা বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকেন। বাংলাদেশ প্রতিদিন দেশের সর্বাধিক পাঠকপ্রিয় ও পাঠক সমাদৃত দৈনিক পত্রিকা। মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন। ১৫ বছরে পত্রিকাটি অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ প্রতিদিন এখন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে। বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার পক্ষে, জনগনের পক্ষে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। এ কারনে আজ জনপ্রিয়তার শীর্ষে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ সকল সাংবাদিক কলাকুশলীদের শুভেচ্ছা জানান।শেষে অতিথিবৃন্দ বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পর্দাপর্ণের কেক কাটা হয়।