মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ জুন ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
“এসো শিকড়ের টানে, মিলি প্রিয় প্রাঙ্গণে” প্রতিষ্ঠার ৪৪ বছরে প্রথম মধুপুর আদর্শ ফাজিল মাদরাসার সাবেক বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা মধুপুরে বাস মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত অতিরিক্ত ভাড়া ও মাপে কম দেয়ার অপরাধে মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুর পৌরশহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মধুপুর থেকে চুরি হওয়া ট্রাক ভারত সীমান্ত থেকে উদ্ধার মধুপুরে গ্রাম পুলিশদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মধুপুরে কর্ণেল আজাদের পক্ষে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন মধুপুরে গজারি গাছ ব্যবহার হচ্ছে ঘর নির্মাণের কাজে মধুপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মতবিনিময় সভা মধুপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বনবাসীদের ১২৯ টি মামলা প্রত্যাহারের ঘোষনা

মির্জাপুরে ফিরোজ হায়দার খানকে সংবর্ধনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ফিরোজ হায়দার খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় সমিতির মির্জাপুর উপজেলা শাখা এই সংবর্ধনা সভার আয়োজন করে। উপজেলার হাটুভাঙা বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল কাদের বাবুল।

অন্যদিকে মঞ্জুরুল কাদের বাবুলকে সভাপতি ও মোক্তার হোসেন সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির দুই বছর মেয়াদী মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান, মহাসচিব মোনায়েম খান রাজা, সিনিয়র সহসভাপতি মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুজ্জামান হাবলু মোল্লা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, মির্জাপুর উপজেলা শাখার নেতা হাজী আতিকুল ইসলাম সিকদার, জাকির হোসেন, আজাহারুল ইসলাম প্রমুখ।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম সিকদার সহসভাপতি মোহাম্মদ আলী, আবু তাহের সিকদার, লুৎফর রহমান সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, মোশারফ হোসেন, ইব্রাহিম খান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সহসাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাজু, মোক্তার হোসেন খান, মজিদ মল্লিক, অর্থ বিষয়ক সম্পাদক ছানোয়ার হোসেন খান, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হবি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহবুব আলম সুমন। কার্যনির্বাহী সদস্য ফিরোজ হায়দার খান, সুলতান আহমেদ খান, আব্দুল গণি বুখারী, আমির হোসেন মাস্টার।

এছাড়া কমিটিতে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ছাড়াও রফিকুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর হোসেন, জয়নাল সিকদার, আমানুল্লাহ, আলী হোসেন রনি, সাঈদ আনোয়ার, মোহাম্মদ আলী, মো.আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও শহীদ বেপারীকে উপদেষ্টা করা হয়েছে। সংবর্ধনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আঁখি আলমগীর ছাড়াও খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102