নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদসদস্য খান আহমেদ শুভ। আরো উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, মির্জাপুর থানার ওসি রেজাউল করিম প্রমুখ।
গত ২৯ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি শামসুল ইসলাম সহিদকে সভাপতি নয়া দিগন্তের মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, যুগ্মসম্পাদক শামীম আল মামুন চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ।