নিজস্ব প্রতিনিধিঃ রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ মার্চ) বিকেলে ধনবাড়ী পৌর শহরের বাজারের ফল বাজার ও কাঁচা বাজারসহ ৭ টি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। অভিযানে বিভিন্ন অনিয়মের কারনে ৭ দোকানিকে মোট ৩ হাজার ১’ শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকমিলা জানান, রমজানে বাজার নিয়ন্ত্রণ রাখতে ও জনসচেতনতা তৈরীর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনেও এ ধরণের অভিযান অব্যহত থাকবে।