নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে যানজট নিরসনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ঈদের ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং বাজারে কেনাকাটা করতে পারে যেন যানজটের সৃষ্টি না হয় সে জন্য টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার, বাসস্ট্যান্ড, আনারস চত্বর, হাটখোলাসহ কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এলেঙ্গা থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে দেশে উত্তর ও দক্ষিণ বঙ্গসহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে থাকে। মধুপুরের আনারস চত্বর, ব্রীজ এলাকা, বাস স্ট্যান্ডসহ ময়মনসিংহ রোড়ের রাস্তার দু’পাশে সরকারি জায়গা দখল অবৈধভাবে দখল করে দোকান করার কারণে যানজটের সৃষ্টি হয়।
ঈদের সময় মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল ও বাজার করতে পারে সে লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে মধুপুর উপজেলা প্রশাসন।
সোমবার (১ এপ্রিল) সকালে এ উচ্ছেদ অভিযানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযান অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মধুপুর থানার পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন জানান, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। যানজট মুক্ত পরিবেশে কেনাকাটা করতে পারে। মানুষের যেন দুর্ভোগ পোহাতে না হয়, সে জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।