নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সাথে মতবিনিময় ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইর-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।
মঙ্গলবার দুপুড়ে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কার্যালয় চত্বরে এ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।
মতবিনিময় সভায় বক্তৃতা করেন খান আহমেদ শুভ এমপি, উপজেলা আ.লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, টাঙ্গাইল জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, টাঙ্গাইল সদরের ফিল্ড সুপারভাইজর মাসুদুর রহমান, মির্জাপুরের ফিল্ড সুপারভাইজর বজলুর রহমান, কেন্দ্র শিক্ষক শাহ আলম প্রমুখ।
পরে খান আহমেদ শুভ এমপি ইসলামী ফাউন্ডেশন মির্জাপুর উপজেলার ১৫৬ জন কেন্দ্র শিক্ষকের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।