নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক তোরজোর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উপজেলাগুলোতে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে দ্বিতীয় ধাপে আগামী (২১ মে) অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে টাঙ্গাইল জেলার ভূঞাপুর, ঘাটাইল ও কালিহাতী এই তিন উপজেলায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। মঙ্গলবার (২ এপ্রিল) নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে।
এবার চার ধাপে অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের ১২টি উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী (৮ মে)। প্রথম ধাপে টাঙ্গাইল জেলার ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল জেলার এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারের তোড়জোড় বাড়িয়ে দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় আগামী (২১ এপ্রিল), মনোনয়নপত্র বাছাই হবে (২৩ এপ্রিল), প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় (৩০ এপ্রিল)। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী (২১ মে)।
নির্বাচন কমিশন এবার স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্বাচন সহজ করে দিয়েছে। আগে উপজেলা পরিষদে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ২৫০ জন ভোটোরের স্বাক্ষরযুক্ত সমর্থন প্রয়োজন হতো। সম্প্রতি ইসি নির্বাচন বিধি সংশোধন করে স্বতন্ত্র প্রার্থীর জন্য ২৫০ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর রাখার প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে। এ কারণে প্রতিটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা এবার বেশি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।