নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকের মাথা ফাটানোর ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন মন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আহত সাংবাদিক এম. সাইফুল ইসলাম শাফলু ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন।
আরো পড়ুনঃ সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা
গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি এম সাইফুল ইসলাম শাফলুর মাথায় টেলিভিশনের বুম (মাইক্রোফোন) দিয়ে আঘাত করে ওই আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় ওইদিন দুপুরে ওই সাংবাদিকের স্ত্রী শারমিন আক্তার রিতা বাদী হয়ে তার নামে সখীপুর থানায় মামলা করেন। গত সোমবার আসামিকে আটক করে গতকাল সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠায় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, সাংবাদিক শাফলু দীর্ঘদিন ধরে মনির উদ্দিন প্লাজার নিচতলার একটি কক্ষ ভাড়া নিয়ে নিজের সম্পাদিত নিউজ পোর্টাল ‘নিউজ টাঙ্গাইল’-এর অফিস পরিচালনা করেন। গত সোমবার ওই কক্ষটির ভাড়ার চুক্তিপত্র নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ভবন মালিক মনির উদ্দিন মন্টু অফিস কক্ষে ঢুকে টেলিভিশনের বুম (মাইক্রোফোন) দিয়ে সজোরে সাংবাদিক শাফলুর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাংবাদিক শাফলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সখীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা আহত সাংবাদিক শাফলুকে দেখতে হাসপাতালে ছুটে যান। দুপুরে সখীপুর প্রেস ক্লাবে এক জরুরি সভায় হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
আরো পড়ুনঃ সখীপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার