নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৌর এলাকা থেকে ১২ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা মির্জামাঠ থেকে রাসেদুল ইসলাম (১২) নামের এক কিশোর নিখোঁজ হয়। কিশোর রাশেদুল কাগমারা এলাকার মোঃ রানার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে আজ বিকেলে আছরের নামাজ পড়তে বের হয়েছিল। এর পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। আমাদের সকল আত্নীয়র বাড়ীতে খোজ করা হয়েছে।
ছেলেটিকে খুজে পেলে ০১৭২১৮৫৯০২৯ (বাবা) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।