নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান।
বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব ও খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার, বিএনপি নেতা রাজ্জাক সিদ্দিকী, তোজাম্মেল হোসেন প্রিন্স, যুবদল নেতা সেতু হায়দার খান প্রমুখ।