নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র্যাব-১৪। শনিবার (২০ এপ্রিল) উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদার’কে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারিকে রবিবার (২১ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।