নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দত্তগ্রামে এক ব্যবসায়ীর দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ক্ষতি হয়েছে ১২ লাখ টাকা। স্থানীয় ইউপি সদস্য হাতেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের দত্তগ্রামের কোডবাড়ি পাড়ার শাহজাহান আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।