মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

সখীপুরে মাদকের অভিযোগে আটক যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ এলাকার আমিনুল নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দাবি করে এলাকাবাসী মানববন্ধন করেছে।

রবিবার ( ২৮ এপ্রিল) সকাল আনুমানিক সকাল ১০টার দিকে কাকড়াজান ইউনিয়নের আদানী ভূইয়াদ, কুটুমশাহ মাজারপাড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আশরাফ আলী মিয়া। এ মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ আশেপাশের কয়েক গ্রামের সহস্রাধিক মানুষ। ঐ মানবন্ধনে শামিল হওয়া পাশের গ্রামের গফুর মিয়া প্রতিবেদকে বলেন, আমি ক্ষেতে খামারে কাম করি। তিনি জানায়,অভিযুক্ত আমিনুল শিকদার ভালো মানুষ। তার দাবি আমিনুল শিকদার মাদক ব্যবসার সাথে জড়িত নয়। সে ষড়যন্ত্রের শিকার,তার মুক্তি দাবি করছি। আমিনুল শিকদারের মা, ছেলের মুক্তির দাবিতে কান্নায় ভেঙে পড়েন। আমার ছেলে ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে আছে। আমি তার মুক্তি চাই বলেই আবেগ-আপ্লুত হয়ে গুরুত্বর অসুস্থ হলে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। এবিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন,আমিনুল শিকদার আমার পূর্ব পরিচিত। এই অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধান করা হোক। উল্লেখ্য ২০ এপ্রিল শনিবার বিকেলে নিজ গ্রাম থেকে মাদকের সংশ্লিষ্টতায় RAB এর একটি দল তাকে আটক করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102