নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার মিরা অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, স্কুল বিরতি চলাকালীন সময়ে হঠাৎ প্রচণ্ড গরমে শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়। ক্লাসের শিক্ষার্থীরা শিক্ষকদের জানানোর পর তাকে অফিস রুমে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৃষ্টি তনুকা বলেন, ওই শিক্ষার্থীর প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান সন্তোষ কুমার দত্ত বলেন, প্রচণ্ড তাপদাহের কারণে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে শিক্ষকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসক।