মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

First Online Newspaper in Madhupur

সখীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৯ ইউপি সদস্যের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন তার পরিষদের ৯ জন সদস্য। গত বৃহস্পতিবার তারা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিভিন্ন সরকারি দফতর বরাবর অনাস্থা প্রস্তাব পেশ করেন। এতে তারা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ফিরিস্তি তুলে ধরে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারীরা হলেন- আবদুল আজিজ, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুন সিকদার, ফজলুর রহমান, বদরুল হাসান বাদল ও মজিবুর রহমান। এছাড়াও অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন সংরক্ষিত নারী আসনের সদস্য আলিয়া আক্তার।

ইউপি চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশ্লীল কথাবার্তা বলা, অসদাচরণ ও অর্থ আত্মসাৎ, চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর থেকেই বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ, টিসিবি কার্ড দিয়ে টাকা আত্মসাৎ, বিজিএফএর কাজে অনিয়ম, গ্রাম পুলিশ নিয়োগে উৎকোচ গ্রহণ, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়মসহ ১০টি অভিযোগ ওই অনাস্থা প্রস্তাবে কারণ হিসেবে উল্লেখ করা হয়।

তবে সবগুলো অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জামাল মিয়া বলেন, সুষ্ঠু তদন্ত করলেই সত্য-মিথ্যা স্পষ্ট হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, জামাল চেয়ারম্যানের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights