নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা রামপাল গ্রামের দরিদ্র কৃষক শুকুর মাহমুদের মেয়ে সুরমা আক্তারের ব্যয় বহুল চিকিৎসার দায়িত্ব নিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সোমবার (৬ মে) ঢাকার কল্যাণপুরের বাংলাদেশ স্পাইন ও অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন সুরমা আক্তারের খোঁজ খবর নেন। এসময় তিনি মেয়েটির পরিবারের কাছ থেকে জানতে পারেন টাকার অভাবে মেয়েটির অপারেশন করা যাচ্ছেনা। বিষয়টি জানার পর
মেয়েটির অপরেশন ও চিকিৎসার সকল খরচ নিজে বহন করা ঘোষনা দেন এবং চিকিৎসকদের দ্রুত অপারেশন করতে বলেন।
মেয়েটির পরিবার বলেন, টাকার অভাবে মেয়ের অপারেশন করতে পারছিলাম না। আমাদের এমপি ছানোয়ার হোসেন চিকিৎসার দায়িত্ব নিয়েছে। এতে আমরা তার প্রতি কৃতজ্ঞ।