মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

টাঙ্গাইলে পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামী আয়নাল কারিগরকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। আসামী আয়নাল কারিগর টাঙ্গাইল সদর উপজেলার জালফৈ খানপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন কারিগরের ছেলে। মঙ্গলবার (৭ মে) রাতে সখীপুর উপজেলার ফুটানি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ দলের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, গত (৮ এপ্রিল) বেলা ৩টার দিকে ভিকটিম শিশু মেয়েটি তার বাড়ীর দক্ষিণ পূর্ব পাশে রাস্তার উপরে খেলা করছিল। এ সময় শিশু ভিকটিমের প্রতিবেশী আসামী আয়নাল কারিগর শিশুকে মজো কিনে দেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত ক্লাব ঘরের ভিতরে নিয়ে যায়। পরে সেখানে ওই শিশুর পরনে থাকা হাফ প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে আয়নাল। এ সময় শিশুটি ভয়ে বাঁচার জন্য ডাকচিৎকার করলে শিশুর মা স্বপ্না বেগম (৩২) সহ আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় আসামি আয়নাল কারিগর পালিয়ে যায়। পরে শিশুর মা’সহ আশপাশের লোকজন শিশুকে উদ্ধার করে।

পরে শিশুর পিতা ইলিয়াছ খান (৩৮) বাদী হয়ে একমাত্র আসামী আয়নাল কারিগরকে আসামী করে টাঙ্গাইল সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। র‌্যাব আরও জানায়, আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য বুধবার (৮ মে) সকালে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102