মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :

ঘাটাইলে মুক্তিযোদ্ধাদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকের সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের সাথে মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার নির্বাচনী ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন মুক্তিযোদ্ধারা। শনিবার (১১ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ আশ্বাস দেন উপজেলার মুক্তিযোদ্ধারা।

আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান জাহাজমারা খ্যাতিপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানের ছেলে। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত দল কৃষক শ্রমিক জনতা লীগের একজন নেতা।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মোজাফফর আলী খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মতিয়ুর রহমান, আব্দুস ছাত্তার ভূইয়া, বাবুল খান, আবুল কাশেম, খসরু, হোসেন আলী, মজিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান।

সভায় বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ইউসুফ আলী, আবু তাহের মিয়া, কমলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচনী প্রচারণা নামেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102