নিজস্ব প্রতিনিধিঃ গত ১৮ এপ্রিল সখিপুর উপজেলা আ.লীগ অফিসের তালা ভাংচুর করে অফিসে প্রবেশ ও ভিপি জোয়াহের এর ছবি ভাংচুর করে ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে ২৫ এপ্রিল নলুয়া এলাকায় মানববন্ধনে হামলা করে যাদবপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগ সিনিয়র সহ সভাপতি একেএম আতিকুর রহমান আতোয়ার, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, জেলা পরিষদ সাবেক সদস্য কামরুল হাসান, উপজেলা আ.লীগ সদস্য আসাদুজ্জামান লিটন সহ ১৫ জনকে আহত করে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে যাদবপুর ইউপি সদস্যগন। যার প্রতিবাদে গতকাল ১১ মে (শনিবার) নলুয়া বোর্ড অফিসের সামনে বিকেলে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় যাদবপুর ইউ.পি,র প্যানেল চেয়ারম্যান বছির উদ্দিনের সভাপতিত্বে ও ইউ.পি. সদস্য আজমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসাইল-সখিপুরের সাবেক এম.পি.ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড্ মোঃ জোয়াহেরুল ইসলাম (ভি.পি. জোয়াহের।)
এ সময় আরো বক্তব্য রাখেন-জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড্ বদিউজ্জামান ফারুক, জেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা আ.লীগের সদস্য আকরাম হোসেন কিসলু, যাদবপুর ইউ.পি.চেয়্যারম্যান ও সখিপুর উপজেলা আ.লীগের সিঃ সহ-সভাপতি এ.কে.এম.আতিকুর রহমান, আতোয়ার ও সখিপুর উপজেলা আ.লীগের সাংঘঠনিক সম্পাদক মোঃ রনি আহম্মেদ, সখিপুর উপজেলা আ.লীগের সদস্য আসাদুজ্জামান খান লিটন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সকল মেম্বার, এলাকার বিভিন্ন শ্রেণির জনসাধারণ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।
প্রধান অতিথি এড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেন, হাতুড়ি,রড দিয়ে পিটিয়ে আহত করেছে চেয়ারম্যানকে এটা শুধু চেয়ারম্যান নয় যাদবপুর তথা সখিপুরের জনগনের উপর হামলা এবং বাংলাদেশের সকল চেয়ারম্যানদের উপর হামলা। হামলা করার পর উল্টো আহতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। হামলার বদলা হামলা নয় আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।