নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে উজাড় হয়ে হচ্ছে প্রাকৃতিকভাবে গড়ে উঠা শাল গজারির বন। গাছ কেটে বনের জমি দখল ও রাতারাতি অর্থবিত্ত পাওয়ার লোভে একটি মহল বনটি ধ্বংস করছে। উপজেলার বড়চওনা ইউনিয়নের সীমান্তবর্তী চাটারপাড় ও ধলাপাড়া বিট এলাকায় মোতালেবের চালা থেকে শাল-গজারি গাছ কাটছে দুর্বৃত্তরা। স্থানীয় পর্যায়ের বন প্রহরী ও বিট কর্মকর্তাদের যোগসাজেশেই শাল-গজারির বন উজাড় হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সরজমিন দেখা যায়, বনের ভেতর থেকে কে-বা কারা বড় গাছগুলো কেটে নিয়ে গেছে। শুধু পড়ে আছে কিছু গাছের গোড়া। কিছুদিন পর সেই গোড়াগুলো তুলে লাকরি হিসেবে বিক্রি করবে। তারপর একটি মহল উজার হওয়া সেই বনের জমি দখলে নিতে ঘরবাড়ি তুলবে বলে জানায় এলাকাবাসী। বন বিভাগ সূত্রে জানায় যায়, সখীপুরের ৪টি রেঞ্জের ১৩টি বিটের বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার একর জমিতে শাল-গজারি বন রয়েছে। ঘাটাইল উপজেলার ধলাপাড়া বিটের আওতায় সখীপুরের সীমানায় প্রায় ৩০-৩৫ একর জমিতে শাল-গজারির বন রয়েছে।
প্রাকৃতিকভাবে গড়ে উঠা সেই বনায়ন রক্ষায় বন কর্মকর্তারা কাজ করে যাচ্ছে। চাটারপাড় এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জনান, বনের জমি ব্যক্তিগত দখলে নিতে প্রথমেই বড় গজারি গাছগুলো কাটা হয়। তারপর ছোট গাছ। না হলে বিট অফিসার মামলা দিয়ে দিবে। গাছগুলো কাটার কয়েক দিনের মধ্যেই গাছের গোড়া তুলে ফেলা হয় যাতে কেউ কোনো চিহ্ন খুঁজে না পায়। স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে-বা কারা বনের ভেতর থেকে গাছ কেটে নিয়ে যায়। তাদের কোনো হদিস পাওয়া যায় না। এভাবে গাছ কাটলে এক সময় এ এলাকা থেকে শাল-গজারি বিলুপ্ত হয়ে যাবে। ধলাপাড়া বিট কর্মকর্তা আ. কদ্দুস মিয়া বলেন, জায়গাটা ধলাপাড়া বিটের সীমানায় পড়েছে কিনা জানা নাই। তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।