মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অভিনেতা সিদ্দিককে বেধড়ক মারধর করে থানায় সোপর্দ! মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২ মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত বন-জঙ্গল কমে যাওয়ায় ‘আনাই’ ফল আজ বিলুপ্তপ্রায় সন্তান বিক্রি করে মোবাইল-গহনা কিনলেন মা, উদ্ধার করলো পুলিশ মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের কালসাপ ও সন্ত্রাসী আখ্যা দেন মধুপুরের ইউএনও মধুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে মহিলাদের নিয়ে ঈদ পুনর্মিলনী করলেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুরে দৃশ্যমান হলো ইসলাম শিক্ষা পাঠাগার

মাভিপ্রবিতে টিকিউএম শীর্ষক সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টোটাল কোয়ালিটি মেনেজমেন্ট (টিকিউএম) ইন টেক্সটাইলস শীর্ষক সেমিনার শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. ইকবাল মাহমুদ।

রিসোর্স পার্সন ছিলেন সিল্ক ফ্যাশন এন্ড ফেব্রিকস ও সিল্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ড. অরুণ কুমার মন্ডল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক বিভাগের অধ্যাপক ড. জয় কৃষ্ণ সাহা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়নের জন্য প্রথমে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল কাচা মালের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়ন ব্যবস্থাপনার কোন বিকল্প নেই।

তিনি বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরোও বলেন, এই বিভাগ থেকে পাস করে সবাই চাকরির পেছনে না ঘুরে নিজরাই উদ্যোগক্তা হয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষিত বেকার জনশক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সেমিনারে অংশগ্রহণ করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102