মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :

মাভিপ্রবিতে উদ্যোক্তা বিষয়ক মাইক্রো-কোর্স অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়ান বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উদ্যোক্তা বিষয়ক মাইক্রো-কোর্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলার কনফারেন্স রুমে এ মাইক্রো-কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন। প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর ড. ইকবাল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বেলাল হোসেন এবং কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. কানিজ মরিয়ম আক্তার। বাংলাদেশী স্টার্ট আপ এর সেশন পরিচালনা করেন অপারেশন ইনোভেশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ প্রধান সিদ্ধার্থ গোস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ সরকার উদ্যোক্তাদের উৎসাহিত করতে ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে। আমরা চাকুরির পিছনে না ছুটে অন্যদের চাকুরি দিব। উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথম প্রয়োজন ধৈর্য্য, এ কারণে ধৈর্য্য ধরে সাহস নিয়ে কাজে লাগতে হবে। এতে প্রয়োজনীয় ঋণ সুবিধা বাংলাদেশ সরকার প্রদান করবে।

মাইক্রো-কোর্স অনুষ্ঠানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সাদ’ত কলেজ ও সরকারি এম এম আলী কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102