নিজস্ব প্রতিনিধিঃ আমার স্বামী সানোয়ার হোসেন সজিবকে সখীপুরবাসীর জন্য বিসর্জন দিয়ে গেলাম। চেয়ারম্যান নির্বাচিত হলে সে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবে। আমি তাকে সংসারের ঝামেলায় জড়াবো না। সে আপনাদের সেবা করবে।
সোমবার (৩ জুন) বিকালে উপজেলার মোখতার ফোয়ারা চত্বরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন সজিবের নির্বাচনী শেষ সমাবেশে তার স্ত্রী শাওন আক্তার মলি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার স্বামী সানোয়ার হোসেন সজিব এর আগেও সখীপুরে ৯ বছর মেয়র ছিল। আপনারাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। সে মেয়র থাকাকালে একটা অনিয়ম-দুর্নীতি করেছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না।
সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর খানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই ও কালিহাতির সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী বলেন, সানোয়ার একজন সৎ মানুষ। আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সে সখীপুর উপজেলাকে দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবে।
তিনি বলেন, আজকে সখীপুরে কৃষক-শ্রমিক জনতা লীগের যে গণজোয়ার দেখা যাচ্ছে, তা যদি ৫ জুন পর্যন্ত থাকে তাহলে সানোয়ার হোসেন সজিবের জয় সুনিশ্চিত। আপনারা ভয় পাবেন না। ভোটের দিন মাঠে আমরা থাকব। বঙ্গবীর ঘরে বসেই খোঁজখবর রাখবেন। সুতরাং আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবেন।
প্রার্থী সানোয়ার হোসেন সজিব সমাবেশে উপস্থিত জনতার সামনে তার মেয়র থাকাকালের স্মৃতিচারণ করে কেঁদে কেঁদে বলেন, আমি এর আগে সখীপুরে মেয়র ছিলাম। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি করিনি। আমি মেয়র থাকা অবস্থায় আমার ছেলের ক্যান্সার হলে চিকিৎসা করানোর মত টাকা ছিল না। আপনারাই আমার ছেলের চিকিৎসা করানোর জন্য বাজারে বাজারে গিয়ে মানুষের কাছে হাত পেতেছিলেন। আপনাদের এ ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি আর একটিবার আপনাদের সেবা করার সুযোগ প্রার্থনা করছি।
এ সমাবেশ শুরু হওয়ার একটু পর থেকেই ভারি বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে ভিজেই কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী ও সমর্থক এবং ভোটারদেরকে প্রার্থী সানোয়ার হোসেন সজিবের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে থাকতে দেখা যায়। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে সানোয়ার হোসেন সজিবের জন্য বিজয়ী হওয়ার পূর্বাভাস বলে দাবি করছেন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার সখীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদপ্রার্থী আছেন ছয়জন। একজন কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন সজিব (গামছা), আরেকজন সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি (বহিস্কৃত) ব্যবসায়ী ফারুক হোসেন (ঘোড়া), আর বাকি চারজন প্রার্থীই আওয়ামী লীগ নেতা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছেন চারজন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীও চারজন। তিন পদে মোট ১৪ জন প্রার্থীর ৯ জনই আওয়ামী লীগ নেতা।
উপজেলার মোট ভোটার দু’লাখ ৪০ হাজার ৩২৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১৯ হাজার ৭৫৪ জন, নারী এক লাখ ২০ হাজার ৫৭৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।