নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আশা’র সদস্যদের কন্দাল জাতীয় ফসল চাষের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার মধুপুর বীজ উৎপাদন খামার ট্রেনিং হল রুমে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর বীজ উৎপাদন খামারের আলু বীজ হিমাগারের উপ পরিচালক অনুপ কুমার, মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজবী নূর রাত্রী, আশা’র কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, মধুপুর অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু বকর সিদ্দিক, কাকরাইদ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু হায়দার, কাকরাইদ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রশিক্ষণে আশার সদস্যদের কৃষি ফসল চাষ করে যাতে লাভ হতে পারে, সে তাদের লাভ জনক কৃষির জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। মধুপুরের লাল মাটিতে বিভিন্ন ধরণের কন্দাল জাতীয় ফসল চাষ হয়ে থাকে। উর্বর লাল মাটিতে আশার যে সব সদস্যরা কন্দাল জাতীয় ফসল চাষ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিতে সহায়তার অংশ হিসেবে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ণে আশার ৩০ জন সদস্যকে এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।