নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষ্যে মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বুধবার (৫ জুন) সকালে উপজেলার ২৫ মাইল এলাকায় কারিতাসের আইসিটি সেন্টার সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে গারো নারী পুরুষরা এ মানববন্ধন করে। কারিতাসের আইএফএস-আইসিটি প্রকল্পের আয়োজিত নিরাপদ খাদ্য নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনের উদ্বোধন করেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।
এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম।
বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস- আইসিটি প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী, কারিতাসের কৃষক দলের নারী কল্পনা মৃ, আনতা চাম্বুগং, পালিনা আজিম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস- আইসিটি প্রকল্পের মাঠ কর্মকর্তা শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজেশনের সুষ্ময় নকরেক প্রমুখ।
মানব বন্ধনে কারিতাসের কর্মকর্তা কর্মচারী, কৃষক কৃষাণী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।