নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকটি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন শনিবার (৮ জুন) দিনব্যাপী ভিত্তি ফলক উম্মোচন করে এসব সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ রাজিব, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার জনগন উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।