নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র রোগীদের মাঝে উন্নত চিকিৎসার জন্য সরকারী আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেন রবিবার (৯ জুন) উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে ১৭ জন রোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক দেয়া হয়।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।