নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘সঠিক তথ্য প্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য অধিকার বিষয়ে প্রচার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কমিটি (এপিএ) এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য অধিকার কমিটি (এপিএ) এর আহবায়ক প্রফেসর ড. এ কে এম ওবায়দুল হক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।