নিজস্ব প্রতিনিধিঃ গোপালপুরে ভূমি সেবা সপ্তাহে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার পরিষদের হল রুমে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ প্রমুখ।