নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ে ২টি করে ফুটবল বিতরণ করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মোঃ শহীদুল ইসলাম। গতকাল ১১জুলাই ( মঙ্গলবার ) সকাল ১০টায় বহেড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১০টি বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ করেন। তিনি গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি সখিপুর উপজেলা শাখার ৪ বারের সভাপতি। এ ব্যাপারে শিক্ষক নেতা এ প্রতিবেদককে বলেন – খুদে শিক্ষার্থীদের ফুটবলের প্রতি অনুপ্রাণিত করতেই আমার এ উদ্যোগ।