নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৮ জন। গত শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সকালে মধুপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাতে থাকা এক যাত্রী নিহত হন। তিনি আরও জানান, এ ঘটনায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হলে পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।