নিজস্ব প্রতিনিধিঃ টানা বৃষ্টি ও উজানের ঢলে টাঙ্গাইলের নদ-নদীর পানি বাড়ায় ভাঙন আতঙ্কে দিন পার করছে জেলার কালিহাতী, ভূঞাপুর, সদর এবং নাগরপুর উপজেলার নদীতীরবর্তী এলাকার মানুষ। এরই মধ্যে সদর, কালিহাতী ও ভূঞাপুরে ভাঙন দেখা দিয়েছে। ফলে রাক্ষসী যমুনার ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে তারা।
যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল সদর উপজেলার কাতুল ইউনিয়নের চরপৌলি গ্রামের অরক্ষিত এক হাজার ৬২৫ মিটার এলাকা এবং ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়া ও নিকরাইল ইউনিয়নের মাটিকাটা, পাটিতাপাড়া, কোনাবাড়ীসহ বেশ কয়েকটি গ্রামে তীব্র ভাঙন দেখা দিয়েছে।