নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় এক হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জান্নাতুন নাঈম ও বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ করে এমওপি সার পাবেন।