নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আজিজুল হক। রবিবার (৩০জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১লা জুলাই থেকে আগামী ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রচলিত নিয়মে আপনাকে এফটিএনএস বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে তার অনুভূতি ও দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব একটি রুটিন কাজ। বিভাগের প্রশাসনিক ও একাডেমিক মানোন্নয়নে আমার পূর্বে যারা এ দায়িত্বে ছিলেন তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা সমুন্নত রেখে আমার উপর অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।”
এছাড়া অধ্যাপক ড. মো. আজিজুল হক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।