নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া বাজারের আব্দুল হালিম নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার দাবিতে ভূঞাপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে সকল দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের সিংগুরিয়া বাসস্ট্যান্ডে সিংগুরিয়া বাজার বণিক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে কালিহাতী থানার এসআই আসাদ মানববন্ধনস্থলে উপস্থিত হয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংগুরিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে জহুরুল ইসলাম খোকন ও ব্যবস্যায়ী শফিকুল ইসলাম সবুজ সহ অন্যান্য ব্যবস্যায়ী বৃন্দ।
এসময় বক্তারা ব্যবসায়ী আব্দুল হালিম হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানায়।
জানা যায়, গত ১৮জুন বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের গড়িলাবাড়ী ঘাটে বেড়াতে গিয়ে হামলার শিকার হন ব্যবস্যায়ী আব্দুল হালিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬দিন পর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আব্দুল হালিমের হত্যাকারীদের নাম উল্লেখ করে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার পরিবার।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই কামরুল ইসলাম জানান, এঘটনায় গত ৪ জুলাই নিহতের ভাই আব্দুল আলীম বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলার ৬ নম্বর আসামি সোহেল কে গ্রেফতার করে গত ৫ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসমীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।