নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত ও ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলামকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে গককাল ৭ই জুলাই মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়মীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ওাঁঙ্গাইলের প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ আওয়ামীলীগের টাঙ্গাইল জেলা শাখার কার্যকরী সদস্য অবসরপ্রাপ্ত মেজর খন্দকার হাফিজ, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়মীলীগের সহ দপ্তর সম্পাদক রবিউল আলম (রবি) সহ আরও অনেকেই।