নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি.আর কর্মসুচীর চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১২ জুলাই-২০২৪) ক্ষতিগ্রস্থ ২৫০টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেন সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।